বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের অধীন প্রতিষ্ঠান নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডে (এনপিসিবিএল) লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ প্রতিষ্ঠানে মোট ৫৬৪ জন নিয়োগ দেওয়া হবে। এ জন্য তিনটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনপিসিবিএল।
প্রথম বিজ্ঞপ্তি অনুসারে মোট ১৯৮ জন নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ডেপুটি ম্যানেজার ১ জন, সিনিয়র সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রনিকস) ২ জন, সিনিয়র সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল) ৭ জন, সিনিয়র সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল) ২ জন, জুনিয়র ক্রেন অপারেটর ১০ জন, টেকনিশিয়ান (মেকানিক্যাল) ৭৬ জন, টেকনিশিয়ান (ইলেকট্রিক্যাল) ৪১ জন, টেকনিশিয়ান (ইলেকট্রনিকস) ২৪ জন, ল্যাব টেকনিশিয়ান (কেমিক্যাল) ২৯ জন, টেকনিশিয়ান (ওয়েল্ডিং) ৩ জন ও টেকনিশিয়ান (লেদ) পদে ৩ জন নেওয়া হবে।
দ্বিতীয় বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ পাবেন ১৫৭ জন। এর মধ্যে এক্সিকিউটিভ ট্রেইনি (মেকানিক্যাল) ৩৬ জন, এক্সিকিউটিভ ট্রেইনি (ইলেকট্রনিকস) ৮ জন, এক্সিকিউটিভ ট্রেইনি (নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং) ৮ জন, এক্সিকিউটিভ ট্রেইনি (পদার্থ) ৪ জন, এক্সিকিউটিভ ট্রেইনি (সফটওয়্যার) ৪ জন, জুনিয়র এক্সিকিউটিভ ট্রেইনি (মেকানিক্যাল) ৬১ জন, জুনিয়র এক্সিকিউটিভ ট্রেইনি (ইলেকট্রনিকস) ১১ জন, জুনিয়র এক্সিকিউটিভ ট্রেইনি (আইটি অ্যান্ড কমিউনিকেশন) ৬ জন, জুনিয়র এক্সিকিউটিভ ট্রেইনি (এসি অ্যান্ড কুলিং) ১ জন, জুনিয়র এক্সিকিউটিভ ট্রেইনি (পদার্থ) ১৪ জন ও জুনিয়র এক্সিকিউটিভ ট্রেইনি (রসায়ন) পদে ৪ জন নেওয়া হবে।
তৃতীয় বিজ্ঞপ্তির পদগুলোতে মোট ২০৯ জন নেওয়া হবে। এর মধ্যে মিনিবাসচালক ৪ জন, জুনিয়র টেকনিশিয়ান (মেকানিক্যাল) ৯৯ জন, জুনিয়র ল্যাব টেকনিশিয়ান (পদার্থ/রসায়ন) ১০ জন, জুনিয়র টেকনিশিয়ান (পাম্প) ১৬ জন, টেকনিক্যাল অ্যাটেনডেন্ট ২৬ জন, জুনিয়র টেকনিক্যাল অ্যাটেনডেন্ট ৫০ জন ও হেল্পার (মিনিবাস/বাস) পদে নেওয়া হবে ৪ জন।
নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডে এসব পদের গ্রেড ৬ থেকে ২০ পর্যন্ত। এসব পদে যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন যে কেউ। আগ্রহী প্রার্থীরা প্রতিষ্ঠানটির ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করতে পারবেন। অনলাইনে পদগুলোর জন্য আবেদন করা যাবে আগামী ২০ অক্টোবর পর্যন্ত।