নির্বাচন করতে চায় বিএনপি: মির্জা ফখরুল

০৭ অক্টোবর ২০২২

দেশের একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি হিসেবে বিএনপি নির্বাচন করতেই চায় বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, তবে সেই নির্বাচনটা হতে হবে নির্বাচনের মতো। তামাশা হলে হবে না। ভোটের আগের রাতে ভোট হবে, ১৫৪ জনকে নির্বাচিত করা, প্রার্থীদের কাউকে ক্যাম্পেইনে নামতে না দেওয়া, তাদেরকে গ্রেফতার করা- সব মিলে একটা ভয়-ভীতি ত্রাসের রাজত্ব সৃষ্টি করা, এটা তো হতে পারে না। শুক্রবার (০৭ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। রাজধানী ঢাকা গুলশানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়।

ক্ষমতাসীন দল আওয়ামী লীগ প্রসঙ্গে  মির্জা ফখরুল বলেন, উনারা তো চানই বিরোধীদল নির্বাচনে না আসুক। ফাঁকা মাঠে গোল দেওয়ার অভ্যাস হয়ে গেছে তাদের। তিনি জানান, আমরা বলেছি- এ ধরনের ইলেকশন জনগণ মানবে না। মির্জা ফখরুল আওয়ামী লীগ সভাপতির বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, সুষ্ঠু নির্বাচন হলে তারা ক্ষমতায় আসতে পারবেন না- এটাই হচ্ছে মূল কথা। যে কারণে তারা বিভিন্ন কলাকৌশল করে, বিভিন্ন রকম প্রতারণা করে জনগণকে সম্পূর্ণ বঞ্চিত করছে ভোট দেওয়া থেকে। মানুষ তো ভোট দিতে যায় না এখন। ভোট কী?

সংবাদ সম্মেলনে বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদীন, চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলী ও আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

এমকে


মন্তব্য
জেলার খবর