মন্তব্য
৭ অক্টোবর (শুক্রবার) থেকে আগামী ২৮ অক্টোবর- ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ করা যাবে না। সেই সঙ্গে বন্ধ থাকবে ইলিশ পরিবহণ, ক্রয়-বিক্রয়, মজুত ও বিনিময়ও। প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের জন্য এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ সময় মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়ন করা হবে, ইলিশ আহরণে বিরত থাকা জেলেদের ভিজিএফ খাদ্য সহায়তা দেওয়া হবে। গেল মাসে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২২ বাস্তবায়নের লক্ষ্যে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স কমিটির সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।
জানা গেছে, সরকারের এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে কঠোরভাবে। দিনে অভিযানের পাশাপাশি রাতেও অভিযান জোরদার করা হবে। সংশ্লিষ্ট জেলা-উপজেলায় বরফ কল বন্ধে ব্যবস্থা নেবে স্থানীয় প্রশাসন।
এমকে