বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে কাভার্ডভ্যানের চাপায় রাশেদুল ইসলাম (৩৮) নামে পুলিশের এক এসআই নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ মার্চ) সকাল ৯টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার কৃষ্ণপুর যমুনাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাশেদুল ইসলাম উপজেলার গাড়িদহ ইউনিয়নের মহিপুর বিডিআরপাড়া এলাকার রেজাউল করিমের ছেলে। তিনি সিরাজগঞ্জ জেলা কারাগারে কর্মরত ছিলেন।
স্থানীয় সুত্রে জানা যায়, এসআই রাশেদুল ইসলাম দুর্ঘটনার আগের দিন (সোমবার) তার কর্মস্থল থেকে শেরপুরে নিজেদের বাড়িতে আসেন। মঙ্গলবার সকালে মোটরসাইকেলে সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হন। পথে দুর্ঘটনাস্থলে কাভার্ডভ্যানটি (ঢাকা-মে-ট-১৫-০৬১৪) পেছন থেকে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ এ কে এম বানিউল আনাম বলেন, কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। চালক ও হেলপার পালিয়ে গেছে।
দীপক কুমার সরকার/এমকে