খুন-গুমের জন্য সরকার দায়ী না: পররাষ্ট্রমন্ত্রী

০৮ অক্টোবর ২০২২

সব দেশেই খুন-গুমের ঘটনা ঘটে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, এ জন্য সরকার দায়ী না। বরং যারা খুন-গুমের ঘটনা ঘটায় তাদের শাস্তি দিতে সরকার সর্বদা সচেষ্ট থাকে।  শনিবার (৮ অক্টোবর) সিলেট সদর উপজেলার সাহেব বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের নবনির্মিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার বিচারবহির্ভূত কোনও হত্যাকাণ্ড ঘটায় না। চায় না কেউ গুম এবং বিচারবহির্ভূত হত্যার শিকার হোক। তিনি জানান, যারা এ ধরনের কথা বলে বেড়াচ্ছে- এটা অপপ্রচার। এ ধরনের কোনও ঘটনা ঘটলে শেখ হাসিনা সরকার দ্রুত ব্যবস্থা নেবে।

এমকে


মন্তব্য
জেলার খবর