মৃত্যু ১, শনাক্ত ৬৯

২৯ মার্চ ২০২২

মঙ্গলবার (২৯মার্চ) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত একজন মারা গেছেন। নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৬৯ জনের। আর করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৭৪৭ জন। মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, এ ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৭৫। নমুনা সংগৃহীত হয়েছে ৯ হাজার ২৮১টি, পরীক্ষা হয়েছে ৯ হাজার ২১৩টি। মারা যাওয়া একজন পুরুষ, ঢাকা বিভাগের বাসিন্দা। চিকিৎসাধীন তার মৃত্যু হয়েছে সরকারি হাসপাতালে।

স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৯ লাখ ৫১ হাজার ৩২ জনের। এর মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১২০ জন। সুস্থ হয়েছেন ১৮ লাখ ৭৯ হাজার ৫৪৪ জন।শনাক্তের হার ১৪ দশমিক ১৩।

এমকে

 


মন্তব্য
জেলার খবর