মৃত্যু ১, শনাক্ত ৪০৯

০৯ অক্টোবর ২০২২

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত একজন মারা গেছেন, শনাক্ত হয়েছে ৪০৯  জন। আর মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ৬৫১ জন। রোববার (৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  শনিবার শনাক্ত হয়েছিল ২৯৯ জন, মারা যায়নি কোনো করোনা রোগী।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ৯ দশমিক ৯৪। ৪ হাজার ১১টি নমুনা সংগ্রহ করা হয়। নতুন ও পুরনো মিলে পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ১১৪টি নমুনা। নমুনা পরীক্ষার মাধ্যমে করোনা রোগী শনাক্ত করে স্বাস্থ্য অধিদফতর।

বিজ্ঞপ্তির হিসাবে, এখন পর্যন্ত ২০ লাখ ২৯ হাজার ৭২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে করোনামুক্ত হয়েছেন ১৯ লাখ ৬৯ হাজার ৯৫৫ জন। মৃত্যু হয়েছে  ২৯ হাজার ৩৮১ জনের। ১ কোটি ৪৯ লাখ ১৩ হাজার ৫১৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গড়  শনাক্তের হার ১৩ দশমিক ৬১।

এমকে


মন্তব্য
জেলার খবর