ক্ষমতার পরিবর্তন চাইলে নির্বাচন প্রতিরোধ ও প্রতিহতের ঘোষণা না দিয়ে বিএনপিকে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দলটির উদ্দেশ্যে বলেছেন, অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র পরিহার করতে হবে। আগামী নির্বাচনে জনগণই নির্ধারণ করবে- কে ক্ষমতায় যাবে, আর কে যাবে না। রোববার (৯ অক্টোবর) সেতুমন্ত্রীর সরকারি বাসভবন থেকে অনলাইনে প্রেস ব্রিফিংকালে এ আহবান জানান।
ওবায়দুল কাদের বলেন, ভোটের রাজনীতিতে হেরে যাওয়ার ভয়ে বিএনপি দেশের উন্নয়ন নিয়ে মিথ্যাচার করছে। বর্তমান সরকারের সময়ে এতো সব উন্নয়ন ও অর্জনে দেশের ক্ষতি হয়নি, ক্ষতি হয়েছে বিএনপির। শেখ হাসিনার সরকারের উন্নয়ন ও অর্জনে দেশের মর্যাদা এবং বঙ্গবন্ধুকন্যার জনপ্রিয়তা বৃদ্ধি পেলেও বিএনপির রাজনীতিতে সংকটের কালো ছায়া ফেলেছে।
এমকে