ভোলা প্রতিনিধি:
ভোলার দৌলতখানে খালের পানিতে ডুবে জিহাদ (৩) ও কনিকা (৩) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার ২ নং মেদুয়া ইউনিয়নের চর নেয়ামতপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। শিশু দুটি হচ্ছে ওই গ্রামের মৃত মহিউদ্দিন ও গিয়াসউদ্দিনের সন্তান। তারা সম্পর্কে ফুপাতো-মামাতো ভাই-বোন।
জানা যায়, সবার অগোচরে জিহাদ ও কনিকা তাদের বাড়ির পাশের খালে পড়ে যায়। স্থানীয় এক জেলে জিহাদের লাশ ভাসতে দেখে ডাকচিৎকার দিলে জিহাদের মা দৌড়ে গিয়ে লাশ উদ্ধার করেন। কিছুক্ষন পরেই কনিকার লাশ একই জাগায় ভেসে উঠে। পরে তাদের ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দৌলতখান থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য ময়নাতদন্ত ছাড়াই দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কামরুজ্জামান শাহীন/এমকে