ভোলা প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জের হাট বাজারের বিশিষ্ট ঢেউটিন ব্যবসায়ী নুরে আলম ফরাজীর কাছে থেকে ৩০ লাখা টাকা চাঁদা দাবি ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে দুইজনকে আটক করেছে র্যাব। আটককৃতরা হচ্ছে হাসান ( ২৪) ও নুরে আলম (৪৫)। রোববার (৯ অক্টোবর) বিকালে তাদেরকে ভোলা আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে শনিবার রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় তাদের আটক করা হয়।
হাসান তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সোনাপুর গ্রামের আব্দুল হাসিমের ছেলে ও নুরে আলম একই এলাকার আবুল কালামের ছেলে।
ব্যবসায়ী নুরে আলম ফরাজী জানান, গত ১ অক্টোবর থেকে মোবাইল ফোনের মাধ্যমে তার কাছে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না দিলে হত্যাসহ বোমা মেরে বাসা,বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছিল। এ ঘটনায় তিনি বোরহানউদ্দিন থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এ ছাড়া র্যাব ভোলা ক্যাম্পে একটি লিখিত অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে অভিযান চালানো হয়।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মো. মনির হোসেন মিয়া বলেন, ওই দুজনকে আটকের পর ব্যবসায়ী নুরে আলম ফরাজী বোরহানউদ্দিন থানায় তাদের নামে একটি মামলা করেছেন।
কামরুজ্জামান শাহীন/এমকে