নির্বাচনের ভোটগ্রহণে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)- এর ব্যবহার সম্পর্কে ভোটারদের সচেতন এবং তাদের ইভিএম ভীতি দূর করতে উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এরই ধারাবাহিকতায় এ বিষয়ে ভোটারদের মোবাইলে এসএমএস দেওয়া হচ্ছে। রোববার (৯ অক্টোবর) থেকে শুরু হয়েছে এ কার্যক্রম। তবে, এ কার্যক্রম কতদিন চলবে- সেটা জানা যায়নি। বিভিন্ন নির্বাচন ঘিরে এসএমএস দেওয়া হলেও এবার এসএমএস দেওয়া হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে, এমনটাই জানা গেছে সংশ্লিষ্ট সূত্রে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ ১৫০টি আসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে ইসি। বাকিগুলোতে ভোট হবে ব্যালটে। শহরাঞ্চলে ইভিএম’র ব্যবহার বেশি হবে বলে আগেই জানিয়েছে ইসি। এদিকে ১৫০ আসনে ভোটের জন্য প্রয়োজনীয় দুই লাখ ইভিএম কিনতে ইতোমধ্যে ৯ হাজার কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছেন কমিশন সচিবালয়। এখন ইসির কাছে যে ইভিএম আছে, তাতে ৭০-৮০ থেকে আসনে ইভিএম ব্যবহার করা যাবে বলে জানা গেছে।
ওদিকে ভোটারদের মোবাইলে পাঠানো এসএমএস-এ লেখা হয়েছে- ‘ইভিএমে ভোট দিতে পছন্দের প্রতীকের পাশের সাদা বাটন এবং ভোট নিশ্চিত করতে সবুজ বাটন চাপুন-ইসি'।
এমকে