হিজাব মানতে অভিনয় ছাড়লেন সহর

১০ অক্টোবর ২০২২

ইসলামে পর্দা করা ফরজ। পর্দাকে অস্বীকার করে আসলাম মানা যায় না। অভিনয় করতে গেলে পর্দা রক্ষা করা সম্ভব নয়। এ জন্য অনেক অভিনেত্রী অভিনয় ছেড়েছেন। জৌলুসে ভরা এ জীবন ত্যাগ করে হৃদয়ে ধারণ করেছেন ইসলামের সুমহান বাণী। এবার এ তালিকায় নাম লিখিয়েছেন ভোজপুরী সিনেমার নামী অভিনেত্রী সহর। সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে নিজের এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন অভিনেত্রী নিজেই।

 

লিখেছেন, ‘আমি সকলকে জানাতে চাই যে আমি ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে দিয়েছি। আর এর সঙ্গে যুক্ত থাকতে চাই না। বাকি জীবনটা ইসলামের শিক্ষা ওআল্লাহর নিয়ম মেনেই কাটিয়ে দিতে চাই। অতীতে আমি যেভাবে জীবন কাটিয়েছি তার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করছি।’

 

সহর আরো লিখেছেন, ‘বিপুল সাফল্য আর অর্থ পেয়েও আমি তৃপ্ত ছিলাম না। কারণ আমি ছোটবেলায়ও এ ধরণের জীবনযাপন করার কথা ভাবিনি। হঠাৎ করেই এ ইন্ডাস্ট্রিতে আমি এসে পড়ি আর এগিয়ে যেতে থাকি। কিন্তু এইসব কিছু শেষ করার সিদ্ধান্ত নিয়েছি।’

 

এর আগে ২০১৯ এ অভিনেত্রী জায়রা ওয়াসিমও বলিউড ছাড়েন। বেছে নেন ধর্মের পথ। তার পরের বছরেই অভিনেত্রী সানা খান একই সিদ্ধান্ত নেন।


মন্তব্য
জেলার খবর