নায়িকা অপু বিশ্বাসের সাথে দীর্ঘ সময় সংসার করার বিচ্ছেদ ঘটে শাকিব খানের। সে সময় গুঞ্জন ওঠে নায়িকা বুবলির সাথে সম্পর্কে জড়ানোর পর অপুকে ছেড়েছেন শাকিব। সে গুঞ্জনই অবশেষে সত্যি হয়েছে। অনেকটা অপু বিশ্বাসের মতো করেই শাকিব খানের সাথে তার সম্পর্কের কথা প্রকাশ করেন। কিন্তু এবার গুঞ্জন উঠছে আরো ৮ মাস আগেই নাকি তাদের সংসার ভাঙে। শাকিবের সাথে বিচ্ছেদ হয় বুবলির। যে কোনো দিন তারা বিষয়টি নিয়ে জনসমক্ষে আসতে পারেন বলেও জানা গেছে।
শাকিব খানের আইনজীবীসহ তাদের ঘনিষ্ঠ একাধিক সূত্রের বরাত দিয়ে দেশের বিভিন্ন গণমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে এক ফেসবুক পোস্টে বুবলি জানিয়েছিলেন, তার সঙ্গে শাকিব খানের বিয়ের তারিখ ছিল ২০১৮ সালের ২০ জুলাই। আর ২০২০ সালের ২১ মার্চ তাদের সন্তান শেহজাদের জন্ম হয়।
জানা গেছে, ২০২১ সাল থেকেই শাকিব খান ও বুবলির মধ্যে বিবাদ শুরু। সে বছর ১৮ ফেব্রুয়ারি ‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমার সাইনিং অনুষ্ঠানে দুজন মুখোমুখি হলেও কেউ কারও সঙ্গে কথা পর্যন্ত বলেননি। তারপরও সিনেমার শুটিং করেছেন।
অপরদিকে, ‘গলুই’ সিনেমায় কাজ করার সময়ে নায়িকা পূজা চেরীর সঙ্গে সম্পর্কে জড়ান শাকিব খান। ‘গলুই’-এর শুটিং শেষ করেই আমেরিকায় পাড়ি জমান তিনি। সেখান থেকেই পূজার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন শাকিব। সে সময় বেশ কয়েকবার আমেরিকায় যাওয়ার চেষ্টাও করেন পূজা। কিন্তু ভিসা না পাওয়ায় যাওয়া হয়নি তার।
গত ১৭ আগস্ট দেশে ফেরেন শাকিব। দেশে এসেই আবার পূজার সঙ্গে নিয়মিত দেখা-সাক্ষাৎ করতে থাকেন। এবার পূজাকে আমেরিকায় নিয়ে যাওয়ার পরিকল্পনাও করছেন তিনি। জানা গেছে, পূজা যুক্তরাষ্ট্রের ভিসাও পেয়ে গেছেন। সব ঠিক থাকলে আগামী মাসেই আমেরিকা পাড়ি জমাবেন শাকিব-পূজা।