মন্তব্য
মিয়ানমারে যুক্তরাজ্য যে বিনিয়োগ করে যাচ্ছে তা গ্রহণযোগ্য নয় বলে মনে করছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। কারণ ক্রমাগতভাবে মানবাধিকার লঙ্ঘন করছে মিয়ানমার। বিষয়টি যুক্তরাজ্যকে জানানো হয়েছে। সোমবার (১০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী নিজেই।
পররাষ্ট্রমন্ত্রী জানান, যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার আলাপ হয়েছে। সেখানে রোহিঙ্গা বিষয়ে কথা বলতে গিয়ে এ প্রসঙ্গে কথা হয়েছে। জানান, গত পাঁচ বছরে মিয়ানমারে যথেষ্ট বিনিয়োগ করেছে যুক্তরাজ্য। যদিও কোনও কোনও জেনারেলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি, কিন্তু যুক্তরাজ্য মানবাধিকারের নেতা হওয়ার পরও মিয়ানমারে বিনিয়োগ অনেকগুণ বেড়েছে।
এমকে