চীনের সহযোগিতা চেয়েছি: পররাষ্ট্রমন্ত্রী

১০ অক্টোবর ২০২২

মিয়ানমার সীমান্তবর্তী বাংলাদেশের অভ্যন্তরে মিয়ানমার থেকে আসা গোলা বিষয়ে চীনের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে। দেশটে বলেছে তারা জানাবে। সোমবার (১০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী জানান, রাখাইনে সংঘাত চলছে।এ সময় বাংলাদেশে গোলাগুলি এসে পড়ছে। চীনের সহযোগিতা চাওয়ার পর আমাদের বিশ্বাস তারা জানিয়েছে। তিনি জানান, অনেককিছু মিয়ানমার সরকারের নিয়ন্ত্রণের বাইরে। সে জন্য জানালেই যে তারা সবকিছু ঠিক করে ফেলতে পারবে, বিষয়টি সেরকম নয়।

এমকে


মন্তব্য
জেলার খবর