দেশের তরুণ ও যুব সমাজকে এগিয়ে আসার, সামনে আসার আহবান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তরুণ- যুব সমাজের উদ্দেশ্যে বলেছেন, শুধুমাত্র নিজের কথা. ভাগ্যের কথা চিন্তা না করে দেশের কথা, দেশের মানুষের কথা চিন্তা করুন। চিন্তার করে যুক্ত হোন। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে যে আন্দোলন শুরু হয়েছে, সেই আন্দোলনে সবাই যুক্ত হোন। সোমবার (১০ অক্টোবর) রাজধানী ঢাকার এক আলোচনা সভায় এ আহবান জানান। ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে শহীদ জেহাদ স্মৃতি পরিষদ এ সভা আয়োজন করে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তার দল দেশে গণতন্ত্র, মানুষের অধিকারকে ফিরিয়ে আনতে চায়। এ জন্য এরইমধ্যে তাদের সাত জন নেতাকর্মী প্রাণ দিয়েছে, হাজারো লোক প্রাণ দেবে। গণতন্ত্রকে অবশ্যই ফিরিয়ে আনবে তারা।
ক্ষমতাসীন আওয়ামী লীগের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, সেইফ এক্সিজিট করেন। চলে যান, ক্ষমতা ছাড়েন। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিয়ে সংসদ বিলুপ্ত করেন। নতুন তত্ত্বাবধায়ক সরকার, নতুন নির্বাচন কমিশন গঠনে করে নতুন পার্লামেন্ট ইলেকশন দেন। না হলে পালাবার পথটাও খুঁজে পাবেন না। এখনই সময় আছে সেটা করেন।
সভায় জেহাদ স্মৃতি পরিষদের সভাপতি নব্বই সর্বদলীয় ছাত্র ঐক্যের আহবায়ক আমান উল্লাহ আমান সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন- সাবেক ছাত্র নেতা শামসুজ্জামান দুদু, আসাদুজ্জামান রিপন, হাবিবুর রহমান হাবিব, ফজলুল হক মিলন, মোস্তাফিজুর রহমান বাবুল, নাজিম উদ্দিন আলম, সাইফুদ্দিন মনি, খোন্দকার লুতফর রহমান, আসাদুর রহমান খান, কামরুজ্জামান রতন, আজিজুল বারী হেলাল, মীর সরাফত আলী সপু প্রমুখ।
এমকে