কামরুজ্জামান শাহীন,ভোলা:
ভোলায় বিএনপি ও সহযোগি অঙ্গ-সংগঠনের উদ্যোগে বের হওয়া শোক র্যালি ও কালো পতাকা মিছিলে পুলিশের বাঁধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১০ অক্টাবর) সকাল ১১ টার দিকে ভোলা মহাজনপট্রিস্থ দলটির স্থানীয় কার্যালয় থেকে এ শোক র্যালি ও কালো পতাকা মিছিল বের হয়ে বরিশাল্লা দালানের কাছে আসলে পুলিশ বাঁধা দেয়। বাঁধার মুখে মিছিলটি সেখান থেকে ফিরে পূনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
ভোলা জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম, নারায়নগঞ্জের যুবদল নেতা শাওন প্রধান, মুন্সিগঞ্জের যুবদল নেতা শহিদুল ইসলাম শাওন ও যশোরে বিএনপি নেতা আব্দুল আলীমকে হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এ র্যালি ও মিছিল বের করে ভোলায় বিএনপি ও সহযোগি অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
এদিকে দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন- ভোলা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ট্রুম্যান, সহসভাপতি আলহাজ্ব রাইসুল আলম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ন কবির সোপান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক প্রমূখ।
কামরুজ্জামান শাহীন/এমকে