নভেম্বরের আগে কমেছে না লোডশেডিং

১০ অক্টোবর ২০২২

বিশ্ব জ্বালানি সঙ্কটের কারণে কয়েক মাস হচ্ছে দেশে বিদ্যুতের লোডশেডিং বাড়ছে। চলতি অক্টোবর মাস থেকে সেটা নিয়ন্ত্রণের মধ্যে আসার কথা থাকলেও হচ্ছে না। পরিস্থিতির উন্নতির জন্য নভেম্বর মাস পর্যন্ত সময় লাগবে। এ সময় লাগার কথা জানিয়েছেন  বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। সোমবার (৯ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে এ প্রসঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন,  গ্যাস আনতে না পারায় নভেম্বরের আগে লোডশেডিং পরিস্থিতির উন্নতি হচ্ছে না। লোডের কারণে দিনের বেলা কিছু পাওয়ার প্ল্যান্ট বন্ধ রাখতে হচ্ছে। দিনে যেগুলো চলছে, সেগুলো আবার রাতে বন্ধ রাখতে হচ্ছে। এ জন্য লোডশেডিংয়ের জায়গাটা একটু বেড়েছে।

প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান,সরকার চেয়েছিল অক্টোবর থেকে কোনও লোডশেডিংই থাকবে না। কিন্তু সেটা আর হচ্ছে না। এর কারণ গ্যাস আনা সম্ভব হয়নি। সমস্যাটা সাময়িক হতে পারে।

সাময়িক বললেই এটা সাময়িক হচ্ছে না। কারণ বিশ্ব পরিস্থিতি অন্যরকম করে ফেলে। তাই অক্টোবর মাসটা একটু কষ্ট করতে হবে। সামনের মাস থেকে আরেকটু ভালো হবে- যোগ করেন নসরুল হামিদ।

এমকে


মন্তব্য
জেলার খবর