তাপমাত্রা কমার দিকে তাকিয়ে থাকা ছাড়া উপায় নেই: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

১১ অক্টোবর ২০২২

দেশের লোডশেডিং পরিস্থিতির উন্নতির বিষয়ে তাপমাত্রা কমার দিকে তাকিয়ে থাকা ছাড়া উপায় নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি মনে করেন, গরমের তীব্রতা না কমলে লোডশেডিং পরিস্থিতির উন্নতি হবে না। তাই সবাইকে ধৈর্য ধরতে হবে। লোডশেডিং নিয়ে আপাতত কিছুই করার নেই। মঙ্গলবার (১১ অক্টোবর) রাজধানী ঢাকায় বিদ্যুৎ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি জানান।

লোডশেডিংয়ের কারণ জানাতে গিয়ে প্রতিমন্ত্রী বলেন- শিল্প কারখানায় গ্যাস সরবরাহ করায় বিদ্যুৎকেন্দ্রগুলো সংকটে পড়েছে, সক্ষমতা থাকলেও বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না। আর স্পট মার্কেটে দাম বাড়ায় তরল প্রাকৃতিক গ্যাস  (এলএনজি) আমদানি করা যাচ্ছে না।

এমকে


মন্তব্য
জেলার খবর