দুর্নীতির টাকা বেগমপাড়ায় পাচার হচ্ছে: জিএম কাদের

২৯ মার্চ ২০২২

দেশে মেগা উন্নয়ন প্রকল্পের নামে মেগা দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। জানিয়েছেন, সেই দুর্নীতির টাকা কানাডার বেগমপাড়ায় পাচার হচ্ছে। মঙ্গলবার (২৯ মার্চ) ফেনী জেলা জাতীয় পার্টির সম্মেলনে বিষয়টি জানান।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য ও  বিচার বিভাগ নিয়েও কথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান। জানান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণ ব্যর্থ। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। বিচার বিভাগও স্বাধীন নয়। আইন মন্ত্রণালয়, ডিসি, এসপির নির্দেশে চলে বিচার বিভাগ।

আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে তার দলের প্রস্তুতি নিয়েও কথা বলেন জিএম কাদের। জানান, হাতে যে সময়টুকু আছে, তা কাজে লাগাতে চাই। এ সময়ের মধ্যে দলকে সুসংগঠিত করার পাশাপাশি ৩০০ আসনেই প্রার্থী ঠিক করে রাখার কথা ভাবছি। দলকে একটি শক্ত ভিতের ওপর দাঁড় করাতে একটি কর্মপরিকল্পনাও প্রণয়ন করা হয়েছে। তিনি জানান, তার দল বরাবরই নির্বাচনমুখী দল। অতীতে নানা প্রতিকূলতার মধ্যেও নির্বাচনে অংশ নিয়েছে। আগামী নির্বাচনেও অংশ নিতে পুরোদমে প্রস্তুতি চলছে। সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা কমিটির আহ্বায়ক মোতাহের হোসেন চৌধুরী। আরো বক্তব্য দেন- দলের প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম বিভাগরে দায়িত্বপাপ্ত মহাসচিব অ্যডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া, প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা এমপি, নাজমা আক্তার এমপি, এমরান হোসেন মিয়া, জাতীয় ছাত্রসমাজের সাধারণ সম্পাদক মো আল মামুন, যুগ্ম মহাসচিব বেলাল উদ্দিন প্রমুখ।

এমকে


মন্তব্য
জেলার খবর