সুস্থ হয়ে উঠছেন রনি

১১ অক্টোবর ২০২২

অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন কৌতুক শিল্পী হেনা রনি। এক হাতে ডিপ বার্ন থাকলেও মানসিকভাবে সুস্থতা অনুভব করছেন রনি। সম্প্রতি গণমাধ্যমের সাথে আলাপকালে একথা বলেছেন তিনি।

 

রনি বলেন, “আমার মানসিক শক্তি বলছে আমি আগের জীবনে ফিরে এসেছি। দুর্ঘটনার ওই মুহূর্তে আমার মনে হচ্ছিল যে আমি ব্যথায় মারা যাব বা মারা গেলেই ভালো। ওই কষ্টটা আসলে নেওয়ার মতো না। যাদের না পুড়েছে, তারা এ ফিল বুঝতেই পারবে না পোড়ার কষ্টটা কতটুকু।”

 

“আমি ওই সময় যদি চলেও যেতাম বা আমার হাত বাদ যেতো তবুও আমার মনে হতো আমি শান্তি পেতাম। কষ্টটা এরকম ছিল। সেই জায়গা থেকে এখন ভালো আছি। সেই ভালো লাগা আসলে আমার ভেতরটাই জানে কেমন লাগছে।”

 

গত ১৬ সেপ্টেম্বর শুক্রবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ হয়ে আবু হেনা রনির শ্বাসনালি পুড়ে যায়। এরপর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার চিকিৎসা চলছে।


মন্তব্য
জেলার খবর