বিয়ের চার মাসের মাথায় মা হলেন অভিনেত্রী

১১ অক্টোবর ২০২২

বিয়ের চার মাস পর যমজ সন্তানের মা হলেন ভারতের দক্ষিণী সিনেমার নায়িকা নয়নতারা। ৯ জুন পরিচালক ভিগনেশ শিভানের সাথে বিয়ে হয় তার। রোববার এক টুইট বার্তায় এ খবর শেয়ার করেন দুজনেই। টুইটে ছবিও শেয়ার করেছেন তারা। ছবিতে দুই সন্তানের ছোট্ট পায়ে চুমু খেতে দেখা গেছে এ তারকা দম্পতিকে।

 

টুইট বার্তায় ভিগনেশ লিখেছেন, ‘নয়ন আর আমি মা ও বাবা হলাম। যমজ পুত্রসন্তান হয়েছে। আমাদের প্রার্থনা, পূর্বপুরুষদের আশীর্বাদ এবং পুণ্যের জোরে দুই সন্তানের অভিভাবক হতে পেরেছি আমরা। আপনাদের আশীর্বাদ দরকার।’

 

টুইটারে নয়নতারা লিখেছেন, ‘আমরা মা আর বাবা হলাম। যমজ পুত্রসন্তান হয়েছে। আমরা সত্যিই ধন্য।’

 

এদিকে, বিয়ের চার মাসের মধ্যেই এমন খবরে তাদের ভক্তরা অনেকেই অবাক হয়েছেন। এতো দ্রুত দুই তারকা বাবা-মা হবেন, তা কেউই ভাবেননি। কেউ কেউ প্রশ্ন করছেন, ‘এত তাড়াতাড়ি! এ তো সেদিন বিয়ে হলো।’


মন্তব্য
জেলার খবর