ফল পরিবর্তনের নির্বাচন কায়েম হয়েছে দেশে: জিএম কাদের

১৫ জানুয়ারী ২০২২

দেশে এখন ফল পরিবর্তনের নির্বাচন কায়েম হয়েছে বলে মনে করছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। বলেছেন, মানুষ ভোট দেয় একজনকে, কিন্তু ফলাফলে ঘোষণা হয় অন্যজনের নাম। মামলা করলে পাঁচ বছরেও রায় আসে না, মেয়াদ শেষ হয়ে যায়। শনিবার (১৫ জানুয়ারি) রাজধানী ঢাকার বনানীতে তার রাজনৈতিক কার্যালয়ে এমন মন্তব্য করেন। কয়েকজন আইনজীবীর জাতীয় পার্টিতে যোগদান উপলক্ষে এ অনুষ্ঠান হয়।

জিএম কাদের জানান, ১৯৯১ সালের পর বিএনপি ও আওয়ামী লীগ  ক্ষমতায় গিয়ে প্রথমে ভোটারবিহীন নির্বাচন, পরে খুনোখুনির নির্বাচন আর এখন ফল পরিবর্তনের নির্বাচন কায়েম করেছে। নির্বাচন কমিশনকে (ইসি) রাবার স্ট্যাম্প বানিয়েছে। এ স্ট্যাম্প নির্বাচন কমিশন হলে কেউ আর নির্বাচনে যাবে না, দেশে রাজনৈতিক দল ও রাজনীতিও থাকবে না।

নির্বাচন নিয়ে জনগণের আস্থা তলানিতে পৌঁছেছে উল্লেখ কের জাপা চেয়ারম্যান বলেন, সাধারণ মানুষ সঠিকভাবে প্রতিনিধি নির্বাচন করতে না পারলে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না, জবাবদিহিতাও থাকে না। একদিনের জন্য হলেও ভোটের মাধ্যমে নিজেদের প্রতিনিধি নির্বাচন করতে চায় তারা। অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেল সভাপতিত্ব করেন।

এমকে

 

 


মন্তব্য
জেলার খবর