জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা প্রত্যাশী নাগরিকদের কোনো হয়রানি করা যাবে না। জনসেবা দিতে প্রভুর মতো আচরণ না করে সেবক হিসেবে কাজ করতে হবে। এনআইডি সেবার বিষয়ে নাগরিকরা যেন হয়রানির শিকার না হন- সে বিষয়ে তৎপর থাকতে হবে। মঙ্গলবার (২৯ মার্চ) এনআইডি প্রাপ্তির ক্ষেত্রে উদ্ভূত সমস্যা নিরসনে উপায় নির্ধারণ শীর্ষক কর্মশালায় নির্বাচন কর্মকর্তাদের এমন নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। রাজধানী ঢাকায় নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে এ কর্মশালার উদ্বোধন করা হয়।
এনআইডি সংশোধনকে ঘিরে নাগরিকদের দুর্ভোগ নিরসনে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় মাঠ পর্যায়ের সব নির্বাচন অফিস, জাতীয় পরিচয়ন নিবন্ধন অনুবিভাগ এবং নির্বাচন কমিশন সচিবালয় ও নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের কর্মকর্তারা অংশ নিচ্ছেন। ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার সভাপতিত্ব করেন।
জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধন বিষয়ে সিইসি জানান, ভুল বিভিন্ন কারণে হতে পারে। এখন সমস্যাগুলো আইডেন্টিফাই করতে হবে। কারেকশনের ক্ষেত্রে কিন্তু “চাহিবামাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে” এটা নয়। পরীক্ষা নিরীক্ষা করতে হবে, কিন্তু মানুষ যেন হয়রানির শিকার না হয়। সেবা সঠিকভাবে দিতে পারলে মানুষ উপকৃত হবে। এ বিষয়ে সবার সতর্ক থাকতে হবে।
এমকে