মৃত্যু ২, শনাক্ত ৪৬০

১১ অক্টোবর ২০২২

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ২ জন মারা গেছেন, শনাক্ত হয়েছে ৪৬০  জন। আর মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ৫৬৪ জন। মঙ্গলবার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  সোমবার শনাক্ত হয়েছিল ৩৬৭ জন, মারা যায় ৩ করোনা রোগী।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ৮ দশমিক ৮৬। নমুনা সংগ্রহ করা হয় ৫ হাজার ২০৭টি, পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ১৯৩টি নমুনা। নমুনা পরীক্ষার মাধ্যমে করোনা রোগী শনাক্ত করে স্বাস্থ্য অধিদফতর।

বিজ্ঞপ্তির হিসাবে, এখন পর্যন্ত ২০ লাখ ৩০ হাজার ৫৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে করোনামুক্ত হয়েছেন ১৯ লাখ ৭১ হাজার ২০৩ জন। মৃত্যু হয়েছে  ২৯ হাজার ৩৮৬ জনের। ১ কোটি ৪৯ লাখ ২২ হাজার ৭০২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গড়  শনাক্তের হার ১৩ দশমিক ৬১।

এমকে

 


মন্তব্য
জেলার খবর