অর্থনীতিতে নোবেল পেলেন ৩ মার্কিনি

১১ অক্টোবর ২০২২

অর্থনীতিতে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন তিন মার্কিন অর্থনীতিবীদ। তারা হলেন বেন এস. বারনাঙ্কে, ডগলাস ডব্লিউ ডায়মন্ড ও ফিলিপ এচ ডাইবভিগ। ব্যাংক ও আর্থিক সংকট নিয়ে গবেষণার জন্য তাদেরকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে। পুরস্কারের মোট অর্থমূল্য এক কোটি সুইডিশ ক্রোনা। তা এ তিনজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেয়া হবে। এরমধ্যে বেন এস. বারনাঙ্কের জন্ম যুক্তরাষ্ট্রের অগাস্টায় ১৯৫৩ সালে। তিনি ১৯৭৯ সালে ম্যাচাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি, কেমব্রিজ থেকে পিএচডি ডিগ্রি সম্পন্ন করেন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে দ্য ব্রুকিংস ইনস্টিটিউটের ইকোনমিক স্টাডিজের ডিস্টিঙ্গুইজড সিনিয়র ফেলো তিনি। অন্যদিকে ডগলাস ডব্লিউ ডায়মন্ডের জন্ম ১৯৫৩ সালে। তিনি যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটি থেকে পিএচডি সম্পন্ন করেন ১৯৮০ সালে। বর্তমানে ইউনিভার্সিটি অব শিকাগো, বুথ স্কুল অব বিজনেসের মের্টন এচ মিলার ডিস্টিঙ্গুইশড সার্ভিস প্রফেসর অব ফাইন্যান্স। ফিলিপ এচ ডাইবভিগের জন্ম ১৯৫৫ সালে। তিনিও ইয়েল ইউনিভার্সিটি থেকে পিএচডি সম্পন্ন করেন ১৯৭৯ সালে। ওয়াশিংটন ইউনিভার্সিটি ইন সেইন্ট লুইসের বোটমেন ব্যাঙ্কশেয়ারের ব্যাংকিং ও ফিনান্সের প্রফেসর তিনি।

 

নোবেল কমিটি বিবৃতিতে বলেছে, অর্থনীতিতে ব্যাংকের ভূমিকা, বিশেষ করে আর্থিক সঙ্কটের সময়ে কি ভূমিকা সে বিষয়টি আমাদের বোধগম্যতায় বিস্তর উন্নতি ঘটিয়েছেন তারা। তাদের গবেষণার একটি গুরুত্বপূর্ণ অনুসন্ধান হলো, কেন ব্যাংকের পতন এড়ানো অতি গুরুত্বপূর্ণ। ব্যাংক নিয়ে আধুনিক গবেষণা আমাদেরকে পরিষ্কার করে জানায় যে, কেন আমাদের ব্যাংক আছে, সংকটের সময় কিভাবে ব্যাংককে কম ঝুঁকিপূর্ণ করা যায়, কিভাবে ব্যাংকের পতন আর্থিক সংকটকে ত্বরান্বিত করে। এ গবেষণার মূল ভিত্তি ১৯৮০র দশকে প্রতিষ্ঠা করেন বেন বারনাঙ্কে, ডগলাস ডায়মন্ড ও ফিলিপ ডাইবভিগ।


মন্তব্য
জেলার খবর