আইসিসির মাসসেরা রিজওয়ান-হারমানপ্রিত

১১ অক্টোবর ২০২২

প্রতিমাসে মাসসেরা ক্রিকেটারের নাম ঘোষণা করে আইসিসি। এরই অংশ হিসেবে এ মাসে সেরা হলেন- উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। প্রথমবারের মতো আইসিসি’র মাসসেরার পুরস্কার জিতেছেন তিনি। পেছনে ফেলেছেন অক্ষর প্যাটেল ও তরুণ উদীয়মান অজি অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে।

 

মেয়েদের সেরা হয়েছেন ভারতের অধিনায়ক হারমানপ্রিত কৌর। দেশটির প্রথম কোনো নারী ক্রিকেটার হিসেবে এ স্বীকৃতি পেয়েছেন তিনি। পেছনে ফেলেছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও স্বদেশি স্মৃতি মান্ধানাকে।

 

মাসসেরার খেতাব জেতার পেছনে সকল কৃতিত্ব নিজের সতীর্থদের দিয়েছেন রিজওয়ান। এ ছাড়া নিজের পুরস্কারকে উৎসর্গ করেছেন পাকিস্তানের বন্যাদুর্গত মানুষের নামে। রিজওয়ান বলেন, ‘সতীর্থদের কৃতিত্ব জানাতে চাই আমার কাজটা সহজ করে দেয়ার জন্য। এ ধরনের অর্জন আত্মবিশ্বাস বাড়ায়। নিজের পারফরম্যান্সে আমি খুশি এবং এ ধারাবাহিকতা অস্ট্রেলিয়ায়ও বজায় রাখতে চাই। পাকিস্তানের বন্যাদুর্গত মানুষের নামে আমার পুরস্কারটি উৎসর্গ করছি। আশা করি এটা তাদের মনে হাসি ফোটাবে।’

 

আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে এখন ১ নম্বরে আছেন রিজওয়ান। পাকিস্তানের ডানহাতি এ ব্যাটসম্যান সেপ্টেম্বরজুড়ে ছিলেন দুর্দান্ত ফর্মে। এশিয়া কাপ ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ মিলিয়ে ১০ টি-টোয়েন্টিতে ৬৯.১২ গড়ে তোলেন ৫৫৩ রান, যার মধ্যে ফিফটি ছিল ৭টি।

 

এদিকে মেয়েদের মাস-সেরার সংক্ষিপ্ত মনোনয়নে ছিলেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সঙ্গে ছিলেন ভারতের হারমানপ্রীত কৌর ও স্মৃতি মান্ধানা। শেষ পর্যন্ত  জ্যোতি ও মান্ধানাকে টপকে সেপ্টেম্বরে আইসিসি’র সেরা নারী ক্রিকেটার হয়েছেন ভারত অধিনায়ক হারমানপ্রীত। একটি করে সেঞ্চুরি ও ফিফটিতে তিন ওয়ানডেতে হারমানপ্রিত রান করেন ২২১। জেতেন সিরিজ সেরার পুরস্কার।


মন্তব্য
জেলার খবর