জাতীয় পরিচয়পত্র অনুবিভাগ (এনআইডি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত বিষয়ে মাথা ঘামাবে না নির্বাচন কমিশন (ইসি)। কারণ এটা রাষ্ট্র, সরকার এবং পার্লামেন্টের বিষয়। নির্বাচন কমিশনের কাজ হচ্ছে নির্বাচন করা। সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। মঙ্গলবার (১১ অক্টোবর) রাজধানী ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফ করেন সিইসি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এনআইডি ন্যস্ত সম্পর্কে সিইসি আরও বলেন, আইন এখনও হয়নি। নীতিগত অনুমোদন হয়েছে। এনআইডি আমাদের বিষয় নয়। এনআইডি এখানে থাকুক, সরকারের কাছে যাক, সেটা হচ্ছে ওদের ওয়ার্ক। তিনি জানান, নির্বাচনের দিকে মনোযোগ দেবে ইসি। ইসির কাছে স্বচ্ছ ভোটার তালিকা থাকবে, এ তালিকা দিয়ে নির্বাচন করবে। নির্বাচন প্রক্রিয়ায় ভোটাররা যেন ভোট দিতে পারেন, সে জন্য ভোটার তালিকা শুদ্ধ আছে কিনা; ইভিএমে ভোট হলে আঙুলের ছাপ দিয়ে ভোট দিতে পারবে কিনা- এগুলো বিষয় হচ্ছে ইসির। ভোটার তালিকার সঙ্গে এনআইডির সংযোগের কোনও প্রয়োজন নেই বলেও জানান সিইসি।
এমকে