প্রকল্প বাছাইয়ের ক্ষেত্রে সংশ্লিষ্টদের খুব সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন- যে প্রকল্প থেকে রিটার্ন আসবে; কিছু আহরণ করা যাবে; দেশের উন্নয়নে লাগানো যাবে; উন্নয়নের কাজে লাগবে, সে ধরনের প্রকল্পই গ্রহণ করতে হবে।
মঙ্গলবার (১১ অক্টোবর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এ নির্দেশনা দেন। বৈঠক শেষে সাংবাদিকদের বিষয়টি জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। রাজধানী ঢাকার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে বৈঠকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারম্যান শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে সভায় যুক্ত ছিলেন।
প্রকল্প প্রসঙ্গে প্রধানমন্ত্রী আরও বলেন, প্রত্যেকটা প্রকল্প গ্রহণের আগে অনেক ধরনের প্রস্তাব আসে। অনেক আন্তর্জাতিক সংস্থাও প্রস্তাব নিয়ে আসে। সেখানে যেটা করতে হবে- কোন প্রকল্প বাস্তবায়ন করলে দেশের মানুষের উপকার হবে, তার থেকে কিছু অর্জন করতে পারবো, সেটা দেখতে হবে। অহেতুক একটা প্রকল্প নিয়ে অনেকগুলো টাকা পেলাম দেখে সেখানে ঝাঁপ দেওয়ার দরকার নেই।
সভায় পরিকল্পনা কমিশনের ভাইস চেয়ারম্যান ও পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান; কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক; তথ্য ও সম্প্রচারমন্ত্রী মোহাম্মদ হাছান মাহমুদ; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম; শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন; স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক; বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি; মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন; ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা অংশ নেন।
এমকে