৩ হাজার ৭৮ কোটি টাকা দেবে বিশ্বব্যাংক

২৯ মার্চ ২০২২

বাংলাদেশকে ৩৫ কোটি ৮০ লাখ ডলার ( স্থানীয় মুদ্রায় তিন হাজার ৭৮ কোটি টাকা) দেবে বিশ্বব্যাংক। দেশের সড়ক নিরাপত্তায় রোড সেফটি প্রজেক্টের আওতায় এ সহায়তা দেওয়া হবে।  মঙ্গলবার (২৯ মার্চ) বিশ্বব্যাংকের ঢাকা অফিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রকল্পটির মাধ্যমে সড়ক নিরাপত্তা পরিমাপ, উন্নত নকশা, প্রকৌশল সুবিধা, গতি প্রয়োগ, জরুরি সেবাসহ সড়কে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। এ প্রকল্পের আওতায় ইতোমধ্যে জয়দেবপুর থেকে এলেঙ্গা পর্যন্ত ৭০ কিলোমিটার ও নাটোর থেকে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত ৭০ কিলোমিটার সড়কে  নম্বর প্লেট শনাক্তকরণ ডিভাইস বসানো হচ্ছে। বসানো হবে সিসিটিভি ও ইন্টিগ্রেটেড ট্রাফিক ম্যানেজমেন্ট অ্যান্ড ইনসিডেন্ট ডিটেকশন সিস্টেম। এতে কেউ বেপরোয়া গাড়ি চালালে বা দুর্ঘটনা ঘটালে স্বয়ংক্রিয়ভাবে ধরা পড়বে, দুর্ঘটনার পর কোনো চালক পালিয়ে যেতে পারবেন না। এতে দুই মহাসড়কে ৩০ শতাংশের বেশি সড়ক দুর্ঘটনা কমবে বলে আশা করা হচ্ছে।

এমকে


মন্তব্য
জেলার খবর