ফেসবুকের অনুসারীদের ফিরে পেলেন তারকারা

১৩ অক্টোবর ২০২২

অবশেষে স্বস্তি! ফিরে এলেন অনুসারীরা। বুধবার সকাল থেকে হইহই কাণ্ড। আচমকা ফেসবুকে অনুসারীর সংখ্যা কমে যাওয়ায় চিন্তায় প্রায় ঘুম উড়তে বসেছিল সকলের। তারকা থেকে সাধারণ মানুষ সকলের কপালে হাত। এ বর কী হবে? এত কমে গেল কীভাবে? সেই চিন্তা করতে করতেই অনুসারীদের সংখ্যা ফিরে পেলেন সবাই।

 

বাইরে থেকে অনুসারীর সংখ্যা কম দেখা গেলেও প্রোফাইলের মালিকরা নিজেদের অ্যাকাউন্টে ঢুঁ দিলে সেই পুরনো সংখ্যাই দেখতে পাবেন। নামবদল হয়ে ‘মেটা’ হওয়ার পর থেকেই ফেসবুক নিজের ভাবমূর্তি বদলানোর জন্য নিত্যনতুন ফিকিরে মজেছে। কখনও হয়তো কারা আপনার স্টেটাস পছন্দ করছেন তা দেখা যায় না। আবার কখনও ইনস্টাগ্রামের মতো রিলেই ভরে যাচ্ছে ফেসবুক ফিড। সে সবেরই নতুন ফিকির ছিল এ অনুরাগীদের সংখ্যা কমা।

 


মন্তব্য
জেলার খবর