শেয়ারদর ও লেনদেন বেড়েছে

৩০ মার্চ ২০২২

সিংহভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটদর বেড়েছে। বেড়েছে আগের কার্যদিবসের তুলনায় লেনদেনও। মঙ্গলবারের (২৯ মার্চ) লেনদেনে এমন পরিস্থিতি দেখা গেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)।  তবে ডিএসইতে মিশ্র প্রবণতা গেলেও সিএসইতে উত্থান হয়েছে সূচকের।

ডিএসইর সূচকগুলোর মধ্যে ডিএসইএক্স ৭ দশমিক ১৩ পয়েন্ট ও ডিএস৩০ সূচক ৩ দশমিক ০২ পয়েন্ট বাড়লেও ডিএসইএস শূন্য দশমিক ৪৮ পয়েন্ট কমেছে। ডিএসইএক্স ৬ হাজার ৭৬৫ দশমিক ৩০, ডিএসইএস এক হাজার ৪৬৪ দশমিক ৯৮ আর ডিএস৩০ সূচক দুই হাজার ৪৭১ দশমিক ০৮ পয়েন্টে দাঁড়ায়। এদিনে ৩৮০টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৭৮টির, কমেছে ১৫০টির এবং বাকি ৫২টির অপরিবর্তিত ছিল। লেনদেন বেড়েছে ৫৭ কোটি ৪ লাখ টাকা, লেনদেন হয় ৯৮১ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯২৪ কোটি ৫৭ লাখ টাকার।

অন্যদিকে সিএসইর সূচক দুটির মধ্যে সিএসসিএক্স ৮ দশমিক ৮৩ ও সিএএসপিআই ১৫ দশমিক ০৮ পয়েন্ট বেড়েছে। সিএসসিএক্স ১১ হাজার ৮৭৯ দশমিক ৮৬ ও সিএএসপিআই ১৯ হাজার ৮০৪ দশমিক ৫২ পয়েন্টে অবস্থান করে। এদিনে ৩০১টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৩৯টির, কমেছে ১২৪টির এবং ৩৮টির অপরিবর্তিত ছিল। লেনদেন হয়েছে ৩১ কোটি ৬৯ লাখ টাকার  শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৭৮ কোটি ৩৬ লাখ টাকার।

এমকে


মন্তব্য
জেলার খবর