মন্তব্য
মৌসুমি বায়ু দেশের ওপর সক্রিয় থাকায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। কমবেশি এ বৃষ্টি আগামী এক সপ্তাহ থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এদিকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের প্রায় সব বিভাগে বৃষ্টি হতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বিভাগের মধ্যে এ সময় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণও হতে পারে। বৃষ্টির সময় দমকা হাওয়া বইতে পারে, চমকাতে পাড়ে বিজলি। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভবনা থাকলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এমকে