সামনে বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে অনেক দেশই খাদ্য সংকটে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই আগাম প্রস্তুতি হিসেবে কৃষি উৎপাদন বাড়াতে দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন। বলেছেন, যে যা পারেন উৎপাদন করেন। বাড়ির আঙিনায়, খোলা জায়গায় উৎপাদন করেন। এক ইঞ্চি জমিও নষ্ট করবেন না। বুধবার (১২ অক্টোবর) রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু কৃষি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ আহবান জানান। প্রধানমন্ত্রী তার সরকার বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত ছিলেন। ওসমানী স্মৃতি মিলনায়তনে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মতিয়া চৌধুরী ও মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফরের বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব নেতাদের মাঝে একটা উদ্বেগ দেখা গেছে- ২০২৩ সালে দুর্ভিক্ষ-খাদ্যমন্দা দেখা দিতে পারে। বাংলাদেশে যেন এটা না হয়, এ জন্য আমাদের খাদ্য উৎপাদন করতে হবে। খাদ্যের চাহিদা কখনও কমবে না। বরং বাড়বে- যোগ করেন প্রধানমন্ত্রী।
দেশের কৃষি খাত আধুনিকায়নে তার সরকারের পদক্ষেপ তুলে ধরে শেখ হাসিনা বলেন, কৃষি খাতও ডিজিটাল করা হচ্ছে। কয়েকশ’ তথ্যকেন্দ্র করা হয়েছে। মোবাইল ফোনে ছবি তুলে কৃষক এ তথ্যকেন্দ্রে পাঠিয়ে দিয়ে সমস্যার কথা জানাতে পারছেন, সেখান থেকে সমাধান পাচ্ছেন।
১৪২৫-২৬ বঙ্গাব্দে (চলতি বছর) দেশের ৪৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বঙ্গবন্ধু কৃষি পুরস্কার দেওয়া হলো। কৃষিক্ষেত্রে উল্লেখযোগ্য ও অনুকরণীয় অবদান রাখায় তাদের এ পুরস্কার দেওয়া হয়।
এমকে