মন্তব্য
ভোলা প্রতিনিধি:
ভোলার মনপুরা উপজেলায় ফাঁস দেওয়া অবস্থায় নাজিম (২৩) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ই অক্টোবর) সকালে উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাতান খালি গ্রাম থেকে এ লাশ উদ্ধার করা হয়। বাতান খালি গ্রামের বাসিন্দা ইব্রাহিম মাষ্টারের ছোট ছেলে।
জানা যায়, মঙ্গলবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন নাজিম। সকালে পরিবারের লোকজন তার রুমে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
মনপুরা থানার অফিসার ইনচার্জ মো. সাইদ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যু কিভাবে হয়েছে তা জানা যাবে।
কামরুজ্জামান শাহীন/এমকে