ম্যাচ পাতানোর অভিযোগ প্রমাণিত হওয়ায় সব ধরণের ক্রিকেট থেকে ১৪ বছর নিষিদ্ধ হলেন সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেটার মেহের ছায়াকর। বুধবার এক বিবৃতিতে এমনটি জানায় আইসিসি।
ছায়াকরের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পেয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ভারত থেকে আরব আমিরাতে পাড়ি জমানো ছায়াকর ভেঙেছেন আইসিসির সাতটি ধারা।
আইসিসি ও কানাডার দুর্নীতি বিরোধী সাতটি নীতিমালা ভঙ্গ করার মাশুল দিলেন ক্রিকেট থেকে একপ্রকার নির্বাসিত হয়ে। ২০১৯ সালে আইসিসি অনুমোদিত দুইটি ক্রিকেট প্রতিযোগিতার দুই খেলায় ম্যাচ পাতানোর চেষ্টা করেন ছায়াকর।
যার একটি জিম্বাবুয়েতে অনুষ্ঠিত জিম্বাবুয়ে ও সংযুক্ত আরব আমিরাতের ওয়ানডে সিরিজ। অপরটি কানাডায় অনুষ্ঠিত গ্লোবাল টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টে। দু'টি অভিযোগেই দোষী প্রমাণিত হয়ে শাস্তি পেলেন ছায়াকর।
আইসিসির দুর্নীতি বিরোধী ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শাল বলেন, ‘যারা ক্রিকেটকে নোংরা করার চেষ্টা করছে, লম্বা এই নিষেধাজ্ঞা তাদের জন্য এটি একটি বার্তা। এদের বিরুদ্ধে আইসিসির অভিযান অব্যাহত থাকবে। আশাকরি এসবের প্রকোপ কমবে।’
২০১৯ সালেই প্রথম নয়, এর আগে ২০১৮ সালে আজমানে অনুষ্ঠিত একটি পাতানো টুর্নামেন্টের আয়োজক ছিলেন ছায়াকর। তখনই তার সম্পর্কে প্রথম জানতে পারে আইসিসি। রাখে নজরদারিতে।এরপর ২০১৯ এ একাধিক অভিযোগের ফলে তদন্ত শুরু হয়, যাতে প্রমাণিত হয় ছায়াকরের অপরাধ। ফলাফল, দীর্ঘ নিষেধাজ্ঞার খড়গ।