বিভ্রান্ত করতেই সৈন্য প্রত্যাহারের করছে রাশিয়া: ইউক্রেন

৩০ মার্চ ২০২২

মঙ্গলবার তুরস্কের ইস্তাম্বুলে শান্তি আলোচনায় অংশ নেয় রাশিয়া ও ইউক্রেন। এই আলোচনায় নিরাপত্তার নিশ্চয়তার শর্ত দিয়ে ‘নিজেদের নিরপেক্ষ সামরিক মর্যাদা বা অবস্থানের’ পন্থা অবলম্বনের কথা জানায় ইউক্রেনের প্রতিনিধি দল।

 

একই সঙ্গে আলোচনায় অগ্রগতির ইঙ্গিত দিয়ে ইউক্রেনের রাজধানী কিয়েভ ও চেরনিহিভে তাৎক্ষণিকভাবে সামরিক তৎপরতা কমানোর ঘোষণা দেয় রাশিয়া। তারা ঘোষণা দেয়, এই অঞ্চল থেকে সৈন্য প্রত্যাহার করে ডোনবাস অঞ্চলের প্রতি মনোযোগী হবে রাশিয়া।

 

তবে রাশিয়ার এই সৈন্য প্রত্যাহারকে কৌশল হিসেবে দেখছে ইউক্রেনীয় বাহিনী।

যুদ্ধপরিস্থিতি নিয়ে দৈনিক হালনাগাদ তথ্যে বুধবার এক ফেসবুক পোস্টে এই কথা জানায় জেনারেল স্টাফ অব ইউক্রেন’স আর্মড ফোর্সেস।

 

ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী জানায়, “ইউক্রেনের সামরিক বাহিনীকে বিভ্রান্ত করতে এবং নিজেদের সৈন্য মোতায়েন সম্পর্কে ভুল ধারণা তৈরির উদ্দেশ্যে রাশিয়া এই সৈন্য প্রত্যাহার রোটেশন (ঘূর্ণন) কৌশল নিয়েছে।”

 

উল্লেখ্য, সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। ইউক্রেনের লুহানস্ক ও ডোনেটস্ক অঞ্চলকে গত ২১ ফেব্রুয়ারি আলাদা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় রাশিয়া। এরপর ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এরই মধ্যে বুধবার ৩৫তম দিনে গড়িয়েছে রাশিয়ার অভিযান। বিগত ৩৪ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। তবে নিজেদের সক্ষমতা অনুযায়ী প্রতিরোধ গড়ে তোলার চেষ্টাও করে যাচ্ছে ইউক্রেন।

 

সূত্র: বিবিসি


মন্তব্য
জেলার খবর