বিজেপিতে যোগ না দেয়ায় সভাপতির পদ গেল সৌরভের!

১৩ অক্টোবর ২০২২

সৌরভ গাঙ্গুলি ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই-য়ের প্রেসিডেন্ট পদে আর থাকছেন না, এটা স্পষ্ট হয়ে যেতেই সেই সিদ্ধান্তকে ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক। বিজেপিতে যোগদান না-করার জন্যই সৌরভকে বোর্ড প্রেসিডেন্টের পদ থেকে সরিয়ে হয়েছে বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের নেতারা। বিজেপির পক্ষ থেকে অবশ্য বিষয়টিকে সম্পূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত বলেই দাবি করা হচ্ছে।

 

তবে ভারতের ক্রিকেট প্রশাসনকে যারা বহুদিন ধরে চেনেন, তারা অনেকেই বলছেন ক্রিকেট বোর্ডের সঙ্গে রাজনীতির সম্পর্ক আছেই- আর সৌরভ গাঙ্গুলিও সব জেনেবুঝেই তাতে জড়িয়ে পড়েছিলেন। বস্তুত প্রায় তিন বছর বোর্ড প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করার পর সৌরভ গাঙ্গুলি যে আর ওই পদে থাকছেন না, ইতিমধ্যেই তা স্পষ্ট হয়ে গেছে বোর্ডের ভাইস-প্রেসিডেন্ট রাজীব শুক্লার কথাতেই।

 

শুক্লা জানিয়েছেন, আগামী ১৮ অক্টোবরের নির্বাচনে সভাপতি পদে মনোনয়ন জমা পড়েছে মাত্র একটিই, সেটি সাবেক অলরাউন্ডার রজার বিনির- ফলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই নির্বাচিত হবেন । বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী ও ধনী এ ক্রিকেট বোর্ডের সচিব পদেও থেকে যাবেন জেয় শাহ, যিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পুত্র। সৌরভ গাঙ্গুলিকে সরে দাঁড়াতে হলেও অমিত শাহ-র ছেলে কীভাবে বোর্ডের পদে রয়ে গেলেন, সে প্রশ্ন উঠেছে।

 

সৌরভ গাঙ্গুলি যেকোনো সময় বিজেপিতে যোগ দেবেন, লাগাতার এ প্রচার করে যাওয়ার পর এখন কেন তাকে সরানো হলেঅ, সেই প্রশ্ন তুলেছেন কলকাতায় তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষও।

 

সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, "একটা সময় তারা এ প্রচারের জোয়ার বইয়ে দিয়েছিলেন, এখন প্রচারের ভাঁটার সময়েও উত্তর তো তাদেরই দিতে হবে।"

 

"বিজেপিতে যোগ দিলেন না বলেই কি সৌরভকে আর রাখা হল না? অথচ বিজেপি নেতার ছেলে দিব্বি নিজের পদে রয়ে গেলেন - এটা নিয়ে মানুষের মনে সন্দেহ আর জল্পনা যে তৈরি হয়েছে তাতে কোনও সন্দেহ নেই," বলেন কুনাল ঘোষ।


মন্তব্য
জেলার খবর