আপাতত বাড়ছে না বিদ্যুতের দাম

১৩ অক্টোবর ২০২২

পিডিবির প্রস্তাব ও গণশুনানির সব পর্যালোচনা করে আপাতত বিদ্যুতের দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে  বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে  এ কথা জানান বিইআরসির চেয়ারম্যান মো. আব্দুল জলিল। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১২ জানুয়ারি বিদ্যুতের পাইকারি দাম পুনঃনির্ধারণের প্রস্তাব দিয়েছিল পিডিবি। এ প্রস্তাবের ওপর ১৮ মে গণশুনানি  হয়। কিন্তু কমিশনের চূড়ান্ত সিদ্ধান্তে তাদের প্রস্তাবের সব বিবেচনা করে দাম পুনঃনির্ধারণ করা হয়নি।

বিধান বলছে, গণশুনানির পর ৯০ কার্যদিবসের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে। সে হিসেবে গণশুনানির ৯০ কার্যদিবসের সময়সীমা আগামী ১৪ অক্টোবর শেষ হবে।  কিন্তু তার আগেই  এ  ঘোষণা দিল বিইআরসি।

গণশুনানিতে  প্রায় ৬৬ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছিল পিডিবি। সে সময় ভর্তুকি ছাড়া ৫৮ শতাংশ দাম বাড়ানো এবং ভর্তুকি দিলে দাম না বাড়ানোর সুপারিশ করে বিইআরসি।

এমকে

 


মন্তব্য
জেলার খবর