গাইবান্ধা উপনির্বাচনে ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছিল এবং কোনও বিশৃঙ্খলা হয়নি। নির্বাচনটির প্রিসাইডিং অফিসারদের বরাত দিয়ে বিষয়টি জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ঢাকা নগর পরিবহন ২২ ও ২৬নং বাস রুট যাত্রাপথের উদ্বোধনী অনুষ্ঠানে এ প্রসঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, কী কারণে এ নির্বাচনের ভোটগ্রহণ বন্ধ করা হয়েছে তা স্পষ্ট নয়। প্রিসাইডিং অফিসারদের ভাষ্যমতে, নির্বাচনি কর্মকর্তাসহ সহকারি রিটার্নিং অফিসারের নির্দেশে ভোটগ্রহণ বন্ধ করা হয়েছে। তবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে সিইসি যথাযথ ব্যবস্থা নিবেন বলে আশাবাদ ব্যক্ত করেন ওবায়দুল কাদের।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। আরও বক্তব্য দেন- ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, সংসদ সদস্য সাদেক খান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরি প্রমুখ।
এমকে