সরকারকে পদত্যাগ করতেই হবে: মির্জা ফখরুল

১৩ অক্টোবর ২০২২

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,  আমাদের এক দফা এক দাবি- সরকারকে পদত্যাগ করতেই হবে। আন্দোলনে পতন হবে সরকারের। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে নির্বাচন। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) নিজের জেলা ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ সব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, এ কারণেই তাদের গণআন্দোলন শুরু করেছে। চট্টগ্রাম থেকে আন্দোলন শুরু হয়েছে। সেখান থেকেই সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে। তিনি বলেন, আমরা একই কথা বলে আসছি- দলীয় সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। গাইবান্ধা-৫ সংসদীয় আসনের উপনির্বাচন স্থগিত, সেটাই প্রমাণ করে। এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহসভাপতি নুর করিম, যুগ্ম সাধারণ সম্পাদক আনসারুল হক, সাংগঠনিক সম্পাদক মো. পয়গাম আলী, মো. জাফরুল্লাহ প্রমুখ।

এমকে


মন্তব্য
জেলার খবর