মন্তব্য
আগামী জানুয়ারি মাসে তুরাগ তীরে টঙ্গীর মাঠে দুই দফায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব ইজতেমা। প্রথম দফার জন্য ১৩ থেকে ১৫ জানুয়ারি আর দ্বিতীয় দফার জন্য ২০ থেকে ২২ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সচিবালয়ে এ সংক্রান্ত বৈঠক শেষে বিষয়টি সাংবাদিকদের জনান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এবার জোবায়ের গ্রুপ ১৩ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি আর ওয়াসেক গ্রুপ ২০ থেকে ২২ জানুয়ারি ইজতেমার আয়োজন করবে। ইজতেমা সংক্ষিপ্ত আকারে স্বাস্থ্যবিধি মেনে করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এমকে