মাহির যেন কন্যাসন্তান হয়: পরীমনি

১৪ অক্টোবর ২০২২

মা হতে চলেছেন জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। কয়েকদিন আগেই ফেসবুক পোস্টে এই সুখবর জানান তিনি। ছেলে হবে নাকি মেয়ে, এই স্টেজে কিছুই জানা সম্ভব নয়। তবে ভবিষ্যদ্বাণী করে ফেলেছেন মাহি। তিনি জানিয়েছেন, আমার যদি মেয়ে হয় তাহলে নাম রাখব ফারিশতা। আর ছেলে হলে এখনো নাম ঠিক করিনি। কারণ আমি জানি আমার মেয়েই হবে। এ খবরে খুশি হয়ে ঢাকাই সিনেমার আরেক নায়িকা পরীমনি বলেন, আস্তে আস্তে আমাদের দল ভারী হচ্ছে। কেউ বাচ্চা হওয়ার সংবাদ দিচ্ছেন, কেউ আবার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ করছেন। এটি কিন্তু আমাদের নায়িকাদের সাহসের কাজ।

 

হাসতে হাসতে এই নায়িকা আরও বলেন, ঢাকার চলচ্চিত্রের তারকাদের কেবল পুত্রসন্তানই হচ্ছে। তারা কি শুধুই বন্ধু পাবে, বান্ধবীর দরকার হবে না তাদের? আমি মন থেকেই চাই, মাহিয়া মাহির যেন কন্যাসন্তান হয়। গত বছর ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রাকিবের সঙ্গে  বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। এর আগে ২০১৬ সালে জমকালো আয়োজনে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহি। ২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার প্রথম সিনেমা ‘ভালোবাসার রঙ’ দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন মাহি। এরপর বেশ কিছু আলোচিত সিনেমা উপহার দেন এ নায়িকা। সম্প্রতি এফডিসিতে ‘বুবুজান’ সিনেমার শুটিংয়ে অংশ নেন মাহি।


মন্তব্য
জেলার খবর