বিএনপির বক্তব্য আ.লীগ বুঝতে পারে কি-না সন্দিহান মির্জা ফখরুল

১৪ অক্টোবর ২০২২

বিএনপি নেতাদের প্রদত্ত বক্তব্যগুলো আওয়ামী লীগের নেতারা  ঠিকমতো বুঝতে বা অনুধাবন করতে পারেন কিনা, সে বিষয়ে সন্দিহান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। বলেছেন, আমাদের কথাগুলো তারা বুঝতে পারেন কি না জানি না? অনুধাবন করতে পারেন কি না জানি না। শুক্রবার (১৪ অক্টোবর)  নিজের জেলা ঠাকুরগাঁও শহরের কালিবাড়ির নিজ বাড়িতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

দেশে মানবাধিকার লঙ্ঘন প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা না দিয়ে, সরকারের উপর দেওয়া উচিত। কারণ র‌্যাব রাষ্ট্রের একটি প্রতিষ্ঠান, সরকার দ্বারা নিয়ন্ত্রিত। স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রধানমন্ত্রীর নির্দেশ ছাড়া র‌্যাব কোনো কাজই করতে পারে না। দেশে যত মানবাধিকার লঙ্ঘন হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, বিচার বহিঃভুত হত্যা হয়েছে এবং মানুষের অধিকার হরণ করা হয়েছে- তার জন্য সম্পূর্ণভাবে, এককভাবে বর্তমান অনির্বাচিত আওয়ামী লীগ সরকার দায়ী।

বিএনপি মহাসচিব বলেন, দেশে এখন একনায়কতন্ত্র চলছে। আগে শুধু বিএনপিই বলতো, এখন অন্যান্য দলগুলো এমনকি আওয়ামী লীগের সহযোগী বা শরিক দল জাতীয় পার্টিও একই কথা বলছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়ে গেছে, বাংলাদেশ একনায়কতন্ত্রের দেশ হয়ে গেছে।

এ সময় জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, বিএনপি নেতা ওবায়দুল্লাহ মাসুদ, মাসুদুর রহমান প্রমুখ  উপস্থিত ছিলেন।

এমকে


মন্তব্য
জেলার খবর