মন্তব্য
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হচ্ছে। এতে আগামী দু-তিন দিন পর হতে বৃষ্টি কিছুটা বাড়তে পারে। তার আগে শনি ও রোববার বৃষ্টি কিছুটা কম হতে পারে।
শুক্রবার সকাল পরবর্তী ২৪ ঘণ্টার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে— বিভাগের মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা ও ময়মনসিংহের দুই-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সময় দমকা হাওয়া ও বিজলী চমকাতে পারে।
এদিকে উত্তরাঞ্চলের দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা থাকলেও দেশের অন্যত্র প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আর প্রায় অপরিবর্তিত থাকতে পারে সারা দেশের রাতের তাপমাত্রা । সূত্র: বাসস
এমকে