এডিআর পদ্ধতির প্রয়োগ বাড়াতে হবে: আইনমন্ত্রী

১৫ অক্টোবর ২০২২

বিভিন্ন কারণে দেশের প্রচলিত আদালতগুলোতে মামলাজট তৈরি হয়েছে উল্লেখ করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, এ সব আদালতে মামলার চাপ কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতির প্রয়োগ বাড়াতে হবে। সেই সঙ্গে দ্রুত ও স্বল্প ব্যয়ে এ সেবা দিতে হবে। শনিবার (১৫ অক্টোবর) ডিসকাশন অন মিটিং দ্যা নিডস অভ জাস্টিস সিকারস শীর্ষক অনুষ্ঠানে এ কথা বলেন। রাজধানী ঢাকার লা মেরিডিয়েন হোটেলে  এ অনুষ্ঠান হয়।

এডিআর পদ্ধতির সুফল প্রসঙ্গ আইনমন্ত্রী বলেন,  এর সফল প্রয়োগ আনুষ্ঠানিক মামলার বোঝাই শুধু কমবে না, সামাজিক সম্প্রীতি রক্ষার ক্ষেত্রেও সুদূরপ্রসারী প্রভাব ফেলবে। জনগণের মানবাধিকার এবং ন্যায়বিচারে প্রবেশাধিকারের  সাংবিধানিক অধিকার নিশ্চিতকরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সব মানুষের জন্য সময়োপযোগী এবং মানসম্পন্ন বিচার সেবা প্রদানে বিচার বিভাগকে সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে- যোগ করেন মন্ত্রী আনিসুল হক।

আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে ইউএসএআইডি বাংলাদেশের মিশন পরিচালক ক্যাথরিন ডি. স্টিভেনস, ইউএসএআইডি প্রমোটিং পিস অ্যান্ড জাস্টিসের চিফ অফ পার্টি হেদার গোল্ডস্মিথ, ঢাকার জেলা ও দায়রা জজ হাবিবুর রহমান ভূঁইয়া, আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব ড. শেখ গোলাম মাহবুব প্রমুখ বক্তব্য দেন।

এমকে


মন্তব্য
জেলার খবর