ফেসবুকে প্রধানমন্ত্রীর কোনও আইডি নেই

১৫ অক্টোবর ২০২২

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে চালু সব সামাজিক যোগাযোগ মাধ্যম নেটওয়ার্কিং সাইট ভুয়া। কারণ ফেসবুকে তাঁর কোনও আইডি নেই। তাই শেখ হাসিনার নামে চালু ফেসবুক আইডির পোস্ট বা সামাজিক যোগাযোগ মাধ্যম নেটওয়ার্কিং দেখে কারও বিভ্রান্ত হওয়ার কোনও কারণ নেই।  ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের কর্মকর্তারা।

ফেসবুকে সম্প্রতি  ছড়ানো দুটি ছবির কথা উল্লেখ করে দেওয়া এ স্ট্যাটাস দেওয়া হয়েছে হয়েছে। প্রধানমন্ত্রীর সহকারি প্রেস সচিব এম এম ইমরুল কায়েস তার ফেসবুক ওয়ালে এক স্ট্যাটাসে লিখেছেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময়ে ছবি দু'টি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি হিসেবে উল্লেখ করা হয়েছে। কিন্তু নিচে পোস্ট করা ছবি দু'টি মাননীয় প্রধানমন্ত্রীর নয়।’

এমকে


মন্তব্য
জেলার খবর