নিষেধাজ্ঞাকালে ইলিশ ধরায় ৩৪ জেলে আটক, ৩৫ কেজি ইলিশ পেল এতিমরা

১৫ অক্টোবর ২০২২

ভোলা প্রতিনিধি:

ইলিশ মাছ ধরা, পরিবহন ও ক্রয়-বিক্রয়ের নিষেধাজ্ঞাকালে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ইলিশ মাছ ধরার অভিযোগে ৩৪ জেলেকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে চারটি ট্রলার, ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৩৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। শনিবার (১৫ অক্টেবর) ভোলা জেলা মৎস্য বিভাগ ও নৌপুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাদের আটক করে।

এদিকে জব্দ করা ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে। আর জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। আটক ৩৪ জেলের মধ্যে ৮ জনকে দণ্ড দেওয়া হয়েছে। বাকিদের ক্ষেত্রে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। আটকদের মধ্যে জেলা সদর উপজেলার ২৯ জন ও লালমোহন উপজেলার ৫ জন রয়েছেন। ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা মৎস্য কর্মকর্তা আরও বলেন,  তেঁতুলিয়া নদী থেকে আটক ২৯ জেলের মধ্যে ৭ জেলেকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড, ১ জেলেকে ৫ হাজার টাকা জরিমানা ও ২ জেলে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় ছেড়ে দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত এ আদেশ দেন। প্রসঙ্গত ৭ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সময়ে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

কামরুজ্জামান শাহীন/এমকে


মন্তব্য
জেলার খবর