ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমনি। অসংখ্য জনপ্রিয় সিনেমায় কাজ করেছেন এ নায়িকা। অসাধারণ অভিনয় নৈপূন্যতা দিয়ে জায়গা করে নিয়েছেন দর্শকদের মনে। এবার তার আরেকটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। ছবিটির নাম ‘মা’। সম্প্রতি সেন্সর বোর্ডে ছাড়পত্র পেয়েছে এটি। ছবিটি মুক্তির অনুমতি পাওয়ায় উচ্ছসিত এ নায়িকা।
মুক্তিযুদ্ধের গল্পের ওপর ভিত্তি করে নির্মিত এ সিনেমায় মায়ের চরিত্রে অভিনয় করেছেন পরীমনি। সিনেমাটি মুক্তির অনুমতি পাওয়ায় আনন্দিত পরী। তিনি বলেন, আমি অনেক খুশি যে ‘মা’ সিনেমাটি আনকাট সেন্সর হলো। এ সিনেমার জার্নিটা সারাজীবনের মেমোরি হয়ে থাকবে আমার। এ সিনেমার যখন শুটিং করি, তখন চার মাসের রাজ্য (পরীর পুত্র) আমার পেটে ছিল। আর যখন মুক্তি পাবে, তখন ও আমার কোলে থাকবে। এটা যে কতোটা আনন্দের অনুভূতি, বোঝানো যাবে না।’
সিনেমাটি পরিচালনা করেছেন অরণ্য আনোয়ার। সবকিছু ঠিক থাকলে চলতি বছরই বড়পর্দায় অরণ্যে পুলক (এপি)-এর ব্যানারে নির্মিত সিনেমাটি মুক্তি দিতে চান নির্মাতা। সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রেবেনা করিম জুঁই, প্রমুখ।