নিরবের সাথে জুটি বাধলেন সুনেরাহ

১৬ অক্টোবর ২০২২

সরকারি অনুদানের একটি ছবিতে এবার চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়ক নিরব হোসেন। ছবির নাম ‘জয় বাংলার ধ্বনি’। এর গল্প লিখেছেন সাবেক পরিবহন মন্ত্রী শাজাহান খান। আর পরিচালনা ও প্রযোজনা করছেন মোহাম্মদ খোরশেদুল আলম খন্দকার। ছবিটিতে নিরবের নায়িকা হিসেবে দেখা যাবে সুনেরাহ বিনতে কামালকে। এবারই প্রথম একসঙ্গে কোনো সিনেমায় দেখা যাবে তাদের।

 

এ প্রসঙ্গে নিরব বলেন, মুক্তিযুদ্ধ ও তার পরবর্তী সময়টাকে দেখানো হবে এ ছবিতে। গল্প বেশ চমৎকার। নভেম্বর থেকে এর শুটিং শুরু হবে ঢাকার বাইরে। আশা করছি ভালোভাবে এর কাজ শেষ করতে পারবো।

 

সুনেরাহ বলেন, সুন্দর গল্পের একটি ছবি। আমার চরিত্রটিও চমৎকার। আশা করছি খুব ভালো কিছু হবে। এর আগে বেশ কয়েকটি সরকারি অনুদানের ছবিতে নিরবকে দেখা গেছে। এখন কয়েকটি ছবি নিয়ে চলছে তার ব্যস্ততা। অন্যদিকে প্রথম ছবি ‘ন ডরাই’ তে সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন সুনেরাহ। এখন ওয়েবের কাজ নিয়ে চলছে তার ব্যস্ততা।


মন্তব্য
জেলার খবর